TOP NEWS

Wednesday, September 28, 2011

কলকাতায় ইন্টারনেট সেবা দেয়া হচ্ছে বৈদ্যুতিক তারে মাধ্যমে

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় টেলিফোন তারের পরিবর্তে বিদ্যুতের তার দিয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেয়া শুরু হয়েছে। এ পদ্ধতিকে বলা হচ্ছে ব্রডব্যান্ড ওভার পাওয়ার লাইন তথা বিপিএল। শিবপুর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি,ভারত কানেক্ট লিমিটেড এবং ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই করপোরেশন তথা সিইএসসি যৌথ উদ্যোগে কলকাতার বাইপাসসংলগ্ন দুটি আবাসন প্রকল্পে পরীক্ষামূলকভাবে বিপিএল সংযোগ দিচ্ছে।

বিপিএল বিশেষজ্ঞ শুভাশিস মুখোপাধ্যায় সাংবাদিকদের জানান, সারাদেশে টেলিফোনের চেয়ে বিদ্যুতের তারের বিস্তৃতি বেশি। এ পদ্ধতিতে অনেক বেশি মানুষের কাছে ইন্টারনেট পৌঁছে দেয়া সম্ভব। গ্রাহককে কাস্টমার প্রিমিসেস ইকুইপমেন্ট তথা সিপিই কিনতে হবে ।

0 comments: