মানুষ সুখী হয়েও অসুখী
আসলে আমরা সবাই সুখী, কিন্তু আমরা বুঝতে পারি না। দিন-রাত সব সময় ঘুরি সুখের পেছনে; আমরা যে সুখের ভেতরেই আছি সেটা খেয়াল করি না।
যখন দুর্গাপুরে থাকি তখন মনে হয় কবে বাড়ি যাব, কবে বাড়ি যাব! মন খালি ছটফট করতে থাকে। আবার বাড়ি গেলেও মন টিকে না। দুর্গাপুরে ফেরার জন্য অস্থির হয়ে উঠি।
একইভাবে, যখন হাই স্কুলে পড়তাম তখন মনে হতো প্রাইমারীই তো ভাল ছিল। কত সুখে ছিলাম, ভাল স্টুডেন্ট ছিলাম, সবসময় ফাস্ট হতাম। বহরমপুরে কলেজে এসেও দারুন মিস করতে থাকি হাই-স্কুল জীবনকে। মনে হয় এটাই ছিল জীবনের সর্বশ্রেষ্ঠ সময়।
দুর্গাপুরে এসে দারুন মিস করছি বহরমপুরের লাইফকে। মনে হচ্ছে একদম ভাল লাগে না। বহরমপুর-কলেজ লাইফ কত সুন্দর ছিল! কত আন্তরিক বন্ধু ছিল। দুর্গাপুর লাইফ একটা লাইফ হল!
আসলে যায় দিন ভাল, আসে দিন খারাপ। আমরা সবাই সুখেই আছি কিন্তু আমরা বুঝতে পারি না। কি মনে হয় তোমাদের?
0 comments:
Post a Comment