গুগল টিভি সফটওয়্যারের আপগ্রেড আসছে আগামী সপ্তাহে
বিশ্ববিখ্যাত সার্চ ইঞ্জিন গুগল তাদের গুগল টিভি সফটওয়্যারের একটি আপগ্রেড বের করতে যাচ্ছে খুব শিঘ্রই। এই সফটওয়্যার আপডেট গুগল টিভির পার্টনার লজিটেক এবং সনির বিভিন্ন ইন্টারনেট টিভিতে পাওয়া যাবে।
একটি ব্লগ পোস্টে গুগলের প্রোডাক্ট ম্যানেজমেন্ট ভাইস প্রেসিডেন্ট মারিও কুয়েইরোজ এবং ডাইরেক্টর অব ইঞ্জিনিয়ারিং ভিনসেন্ট ডোরিউ বলেন যে আগামী সপ্তাহে গুগল সনির ইন্টারনেট টিভির জন্য আপগ্রেড ছাড়বে এবং এর পরে লজিটেক রেভ্যু ডিভাইস এর জন্য আপগ্রেড ছাড়বে।
এই আপগ্রেড এর মূল বৈশিষ্ট্য হচ্ছে এতে খুবই সাধারণ ইন্টারফেস আছে যা ব্যবহার করা অত্যন্ত আরামদায়ক। একই সাথে ব্যবহারকারী খুব সহজেই কন্টেন্ট খুজে পাবেন। আরও আছে ইউটিউব ইন্টেগ্রেশন এবং অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন সাপোর্ট।
সূত্রঃ ইনফরমেশন উইক
0 comments:
Post a Comment