TOP NEWS

Thursday, November 24, 2011

Best Collection of Short Films

বড়জোর দু থেকে দশ মিনিটের film এগুলো।কিন্তু কি নেই এতে?? কাহিনীর মোড়ে মোড়ে নাটকীয়তা, অসাধারন ডিরেক্টিং আর চোখে লেগে থাকার মত অভিনয় সব ই আছে এই শর্ট ফিল্ম গুলোতে।আজকে আমি আপনাদের সাথে আমার দেখা সেরা কিছু শর্টফিল্মের কথা শেয়ার করব।সব গুলোই দেখে নিবেন নাহলে সত্যিই মিস করবেন।




sign:
এই তালিকায় আমার সবচেয়ে প্রিয় ফিল্ম এটা।খুব ধরাবাঁধা জীবনের একটি মানুষের গল্প এটি।কিন্তু হঠাৎ তার সব পরিবর্তন হয়ে যায় নাটকীয়ভাবে এক মেয়ের সাথে পরিচয়ে,পরিচয় থেকে ভাল লাগা আর ধীরে ধীরে ভালবাসা।কিন্তু এই পুরো ব্যাপারটা হয় অদ্ভুত ভাবে যেখানে তাদের মধ্যে কোন কথা হয়না শুধুমাত্র নিজেদের ভাব আদান প্রদান করে কাগজে লিখা কিছু sign এর মাধ্যমে।মাস্ট সী ফিল্ম।না দেখলে সত্যিই মিস করবেন।




ডাউনলোড লিংক

What is that??
কখনো কি চিন্তা করে দেখেছেন কতটুকু ভালবাসেন প্রিয় বাবাকে??এই শর্টফিল্মটি দেখুন।বাবার জন্য ভালবাসাকে নতুন করে জানবেন, বাবার কথা ভেবে একবারের জন্য হলেও মনে করবেন বড্ড বেশি ভালবাসি ওই মানুষটাকে।


ডাউনলোড লিংক

10 minutes:
এক কথায় অসাধারণ থিম নিয়ে বানানো একটি শর্টফিল্ম।ভেবে দেখুন তো যে দশ মিনিটে আপনি আরাম করে এক কাপ চা খেয়ে উঠছেন সে একই সময়ে হয়ত ইরাক আফগানিস্তানের কোন স্থানে শয়ে শয়ে বোমা পড়েছে,ধ্বংস হয়েছে অনেক ঘরবাড়ি,অনেক জীবন,খুব কাছের কোন মানুষকে হারাচ্ছে অনেকেই।আসলে বাস্তবতা অনেক কঠিন।আরেকটি মাস্ট ওয়াচ।


ডাউনলোড লিংক

Snap:
এক পাগলাটে ফটোগ্রাফারের কাহিনী। মানুষের spontaneous কিছু মুহূর্তের ফটো তোলার জন্য কি করে নাই সে??দেখেন,ভালা না লাগলে পয়সা ফেরত।


ডাউনলোড লিংক

Black hole:
ভয় পাওয়ার কিছু নাই, এইটা মহাকাশের black hole না, তবে অদ্ভুত কিছু একটা তো অবশ্যই।কাহিনী হইল অফিসে একা থাকা অবস্থায় এক করমচারি এই অদ্ভুত জিনিসটা আবিষ্কার করে।অনেকটা আলাদিনের চেরাগের আরেক ভার্সন ছিল এইটা।কিন্তু অতি লোভে তাতি তো নষ্ট হইবই।ওই অফিসের করমচারিরও তাই হয়ছিল।দেইখা মজা পাইবেন এইটা গ্যারান্টি।


ডাউনলোড লিংক

World builder:
এইটার কিছু কইলাম না তবে ভাল লাগবে তাতে কোনই সন্দেহ নাই।


ডাউনলোড লিংক

Shadow:
এইটা বোধহয় একটা ইন্ডিয়ান শর্ট ফিল্ম।কাহিনী,সাসপেন্স সব মিলিয়ে আপনার কাছে এটি উপভোগ্যই মনে হবে।


ডাউনলোড লিংক

0 comments: