TOP NEWS

Tuesday, June 19, 2012

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী মুসলমানদের উপর লোমহর্ষক হত্যাযজ্ঞের খন্ডচিত্র

 

এ পর্যন্ত জালেম বৌদ্ধরা আরাকানে প্রায় ৬০০০ মুসলমান নারী-পুরুষ ও শিশুদেরকে হত্যা করেছে বলে স্থানীয় সুত্র নিশ্চিত করেছে।

১. অসংখ্য মুসলমান নারীদেরকে তারা ধর্ষণ করে হত্যা করেছে ও পরবর্তীতে লাশ গুম করেছে। 

২. তারা মসজিদ থেকে নামায পড়ে বের হওয়ার পর পরই ১০ জন মুসলমানকে জবাই করার মাধ্যমে এই হত্যাযজ্ঞ শুরু করে। এ পর্যন্ত তারা ৩০ টির উপর মসজিদ এবং অনেক মাদ্রাসা জ্বালিয়ে দিয়েছে এবং ইমামদেরকে জবাই করেছে।

৩. আগুন দিয়ে তারা মুসলমানদের গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে। আগুন নিভানোর নাম করে তারা পানির বদলে তেল ঢালছে। কোন মুসলমান আগুন নিভাতে বেরিয়ে আসলে তাকে গুলি করে হত্যা করছে।

৪. বাড়ী-ঘর থেকে বিতাড়িত মুসলমানরা যখন প্রাণ নিয়ে ট্রলারে করে বাংলাদেশে আশ্রয় নিতে আসছিলো, তখন এদেশের জালেম সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে জোর করে ফিরিয়ে দেয় এবং কয়েক শত অসহায়-অভুক্ত মুসলমানসহ ৩ টি ট্রলারকে বৌদ্ধ নাসাকা বাহিনী তাদেরকে সাগরে ডুবিয়ে দেয়! ২ টি ট্রলার আশ্রয়ের সন্ধানে ভেসে চলতে থাকে অজানার উদ্দেশ্যে। এছাড়াও বর্তমানে ২০ টি ট্রলার শত শত মুসলমানদেরকে নিয়ে সাগরে ভেসে বেড়াচ্ছে আশ্রয়ের সন্ধানে। ঐ ট্রলারগুলোতে খাবার-পানীয়ের অভাবে ইতোমধ্যে অনেকে মারা গেছে।

৫. এছাড়াও কৌশল হিসেবে তারা মুসলমানদের মৃতদেহকে মাথা ন্যাড়া করে ও বৌদ্ধদের পোশাক পরিয়ে বৌদ্ধরা মারা গিয়েছে বলে অপপ্রচার করেছে।

৬. সেখানকার অসহায় নর-নারীরা এই বলে কান্নাকাটি করছে যে, ‘পুরো বাংলাদেশে আমাদেরকে সাহায্য করার মতো কোন মুসলমান কি নেই’?



আজ ভারতীয় মুসলিমদেরও ভাবতে হবে।!!!!!


মূল লেখাটি ঃ http://www.somewhereinblog.net/blog/cholonto/29616906

0 comments: