উইঘর মুসলমানরা রোজা রাখতে পারছেন না
বিশ্ব ডেস্ক, ৭ আগষ্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- চীনে উইঘর মুসলমানরা রোজা রাখতে পারছে না।
শিনজিয়াং প্রদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের মুসলমান কর্মকর্তা ও ছাত্রদের ওপর সরকারি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
প্রদেশটির কাশগড় জেলার জোংলাং শহরের কর্তৃপক্ষ এক নির্দেশনামায় কমিউনিস্ট পার্টির ক্যাডার, সরকারি কর্মকর্তা ও ছাত্রদের জন্য রমজান মাসের ধর্মীয় তৎপরতায় অংশ নেয়া নিষিদ্ধ ঘোষণা করেছে।
এছাড়া শিনজিয়াংয়ের স্থানীয় সরকারের ওয়েব সাইটেও এ নিষেধাজ্ঞার কথা ঘোষণা করা হয়েছে।
এমনকি দলীয় নেতাদেরকে গ্রামের নেতাদের কাছে ‘উপহার’ হিসেবে খাবার নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে যাতে তারা রমজানের রোজার সময়ও খাওয়া-দাওয়া করছেন তা নিশ্চিত হয়।
অন্যান্য স্থানীয় সরকারের ওয়েব সাইটেও একই ধরনের নির্দেশ পোস্ট করা হয়েছে। ওয়েনসু জেলার শিক্ষা ব্যুরোর ওয়েব সাইটে বলা হয়েছে, রমজান মাসে ছাত্ররা যাতে মসজিদে না যায় স্কুলগুলো যেন তা নিশ্চিত করে।
রমজানের আগেও ধর্মীয় তৎপরতা দমনে নিষেধাজ্ঞার নানা নির্দেশনামা শিনজিয়াংয়ের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়।
এদিকে বিশ্ব উইঘর কংগ্রেসের মুখপাত্র দিলশাত রিক্ষিত বলেছেন, এ ধরনের নিষেধাজ্ঞার ফলে উইঘর মুসলিমরা চীনের শাসকদের বিরুদ্ধে আরো বেশি প্রতিবাদী হয়ে উঠবে।
চীনের শিনজিয়াং প্রদেশকে ১৯৫৫ সালে স্বায়ত্তশাসন দেয়া হলেও সেখানকার মুসলমানদের ওপর চীনা কর্তৃপক্ষের ব্যাপক দমন-পীড়ন অব্যাহত রয়েছে।
সন্ত্রাস দমনের নামে ওই এলাকায় মুসলমানদের ওপর ধর্মীয় দমন নীতি বাস্তবায়ন করা হচ্ছে এমন অভিযোগ রয়েছে মানবাধিকার সংগঠনগুলোর।
রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/আরআই_ ১৫০২ ঘ
0 comments:
Post a Comment