TOP NEWS

Saturday, September 25, 2010

হয়তো তোমাকে পাব না আর

হয়তো তোমাকে পাব না আর
মনে হয় দেখা হবেনা আবার
এ মিলন কি আর হবে!
তুমি স্মৃতি হয়ে রবে…

প্রথম পরিচয়ে যারে ভালবেসেছি
সে তো ছিলে তুমি
আমার চলার পথে যে দিয়ে গেল প্রেরণা
সে তো ছিলে তুমি

আলেয়া কি ছিল সবই তবে?
কে জানে যে দেখা হবে না হবে!
তুমি স্মৃতি হয়ে রবে…

বৃষ্টি ভেজা সন্ধ্যা আর সেই মধুর যামিনী
দাও ফিরিয়ে আমায়
ছোট ছোট খুশি আর স্বপ্ন আশা ভরা
দাও ফিরিয়ে আমায়।

একটি বারের মতো কাছে এসে
আমায় কি তুমি দেখে যাবে?
তুমি স্মৃতি হয়ে রবে…
তুমি স্মৃতি হয়ে রবে…

হয়তো তোমাকে পাব না আর
মনে হয় দেখা হবেনা আবার
এ মিলন কি আর হবে!
তুমি স্মৃতি হয়ে রবে…

0 comments: