TOP NEWS

Tuesday, November 9, 2010

সময় যেন কাটে না, বড় একা একা লাগে এই মুখর জনারণ্যে………


সময় যেনো কাটে না, বড় একা একা লাগে
এই মুখর জনারণ্যে;
বিরহী বাতাস বহে, শুধু তোমার জন্যে
সময় যেনো কাটে না…..

চেনা দিন গুলো ভীষণ অচেনা মনে হয়
তুমি কাছে নেই বলে….
সুখী দিন গুলো বেদনাবিধুর হয়ে যায়
তুমি পাশে নেই বলে…….

সময় যেনো কাটে না, বড় একা একা লাগে
এই মুখর জনারণ্যে
বিরহী বাতাস বহে, শুধু তোমার জন্যে
সময় যেনো কাটে না…..

শীতের সকাল আগের মতো নেই আর
তুমি কাছে নেই বলে…..
মেঘলা দুপুরে পায়েলের ধ্বণি নেই আর
তুমি পাশে নেই বলে….

সময় যেনো কাটে না, বড় একা একা লাগে
এই মুখর জনারণ্যে;
বিরহী বাতাস বহে, শুধু তোমার জন্যে
সময় যেনো কাটে না…..

  • শিল্পী: সামিনা চৌধুরি

  • অ্যালবাম: এই বুঝি তুমি এলে

  • ডাউনলোড লিঙ্ক

  • File Size: 4.83 MB

  • 0 comments: