TOP NEWS

Friday, December 14, 2012

Hereafter Series of Sheikh Anwar Al-Awlaki Part 3

    এই যে আপনি, হাসছেন-ঘুরছেন-ফিরছেন-মোজমাস্তি করছেন, ভেবে দেখেছেন কি কখনও, জীবনটা কি আপনার কেবল এসবের মাঝেই ? কখনই না, আপনার চারপাশের সবকিছু রেখে আপনাকে যেতে হবে সাড়ে তিন হাত প্রশস্ত একটি ছোট্ট কামড়ায়, সেখানে উত্তর দিতে হবে ৩ টি প্রশ্নের। না, দেখাদেখি করার কোন সুযোগ সেখানে নেই ! 




ইমাম আওলাকির The Hereafter এর অনুকরণে নির্মিত “পরকালের পথে মহাযাত্রা” ধারাবাহিক লেকচার সিরিজের এই পর্বে আলোচনা করা হয়েছে “কবরের জীবন” সম্পর্কে। যে কবরের কথা মনে পড়লে সাহাবীদের চাপা কান্নায় মসজিদে গুঞ্জন শোনা হত, আর সেই একই কবরস্থানের সামনে দাঁড়িয়ে আমরা হাসি ঠাট্টা করি। এই গুরুত্বপূর্ণ পর্বটিতে তাই আপনারা ইনশা আল্লাহ খুব বিশদভাবে জানতে পারবেন মৃত্যুর পরে আপনার কি অপেক্ষা করছে। যারা আমরা পরকালে সাফল্যের আশা করি, তাদের জন্য এটা জানা খুব জরুরি যে কোন ৮টি কাজের জন্য আমরা কবরে শাস্তি পেতে পারি। আর হ্যাঁ, সবশেষে আছে, কি আমাদেরকে কবরের কঠিন পরীক্ষার হাত থেকে রেহাই দিতে পারে। সবাইকে লেকচারটি শোনার জন্য আমন্ত্রণ !

লেকচারটি ডাউনলোড করতে ক্লিক করুনঃ (30MB)
http://archive.org/download/TheHereafter/03BnTheHereafterJourneyOfTheSoulInGrave.mp3

0 comments: