বিশ্বের সবচেয়ে বড় রেডিও টেলিস্কোপ বানাচ্ছে চীন
১৯৬৩ সালে তৈরী পুয়ের্টো রিকোর অবজারভেটরী বিশ্বের সবচেয়ে বড় টেলিস্কোপ হিসেবে যায়গা দখল করে রয়েছে। এর পরিধি ১০০০ ফুট, ৭,৯০০০ বর্গফুট এলাকা থেকে তথ্য সংগ্রহ করে। দ্রুতই তাদেরকে প্রথম স্থান ছেড়ে দিতে হবে, কারন চীনে তৈরী হচ্ছে এরচেয়ে বড় এবং শক্তিশালী টেলিস্কোপ। এর থেকে ৩ গুন দুরত্বের তথ্য সংগ্রহ করতে সক্ষম এই টেলিস্কোপ কাজ করবে ১০ গুন দ্রুততায়। ফাইভ হান্ড্রেড মিটার এপারচার স্ফেরিকাল রেডিও টেলিস্কোপ (FAST) নামের এই টেলিস্কোপের নির্মানকাজ শেষ হবে ২০১৬ সালে।
ফাষ্ট তৈরীর খরচ ১০ কোটি ডলারের বেশি। ২০০৬ সালে বেইজিং এর আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি সন্মেলনে এর প্রস্তাব করা হয় এবং একে বাস্তবসম্মত বলে গ্রহন করা হয়।
ফাষ্ট এর দক্ষতা এতটাই বেশি যে এর সাহায্যে আমাদের নিজস্ব গ্যালাক্সি ছায়াপথ (মিল্কি ওয়ে) তো বটেই অন্য গ্যালাক্সির নিউট্রাল হাইড্রোজেন পর্যবেক্ষন করা যাবে। ১ হাজার আলোকবর্ষ দুরের কোন ট্রান্সমিশনকে শনাক্ত করতে সক্ষম হবে এই টেলিস্কোপ।
0 comments:
Post a Comment