TOP NEWS

Monday, June 20, 2011

হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করবে চশমা



আপনি চোখে চশমা পড়ে রয়েছেন, সামনে তাকিয়ে যাকিছু দেখছেন সব রেকর্ড হচ্ছে এমনটা হলে মন্দ হয় না। অন্যদের না জানিয়েই সবকিছু রেকর্ড করে নিতে পারেন, এমনকি সেখান থেকেই সরাসরি ইন্টারনেটেও পাঠাতে পারেন। তদন্তমুলক সাংবাদিকতার জন্য অসাধারন। এধরনের চশমা বাজারে আনছে আইজ (Eyez)।
এতে ৭২০পি হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যাবে, ৮ গিগাবাইট মেমোরী রয়েছে। এছাড়া মাইক্রো-ইউএসবি, ব্লুটুথ এবং লাইভ ষ্ট্রিমিং এর ব্যবস্থা। রে-ব্যান এর মডেলে তৈরী এই চশমার দাম ১৯৯ ডলার। অবশ্য অগ্রিম অর্ডার দিলে ১৫০ ডলারেই কেনা যাবে এখন।

0 comments: