হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করবে চশমা
এতে ৭২০পি হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যাবে, ৮ গিগাবাইট মেমোরী রয়েছে। এছাড়া মাইক্রো-ইউএসবি, ব্লুটুথ এবং লাইভ ষ্ট্রিমিং এর ব্যবস্থা। রে-ব্যান এর মডেলে তৈরী এই চশমার দাম ১৯৯ ডলার। অবশ্য অগ্রিম অর্ডার দিলে ১৫০ ডলারেই কেনা যাবে এখন।
0 comments:
Post a Comment