‘গ্রিন ইসলাম’
পরিবেশ রক্ষায় ‘গ্রিন ইসলাম’
বিশ্বব্যাপী তাপমাত্রা বাড়ছে, সমুদ্রের পানির স্তর ওপরে উঠে এসেছে, কোথাও বৃষ্টিপাত বন্ধ হয়ে গেছে আবার কোথাও প্রবল বর্ষণ সৃষ্টি করছে ভয়াবহ বন্যা৷ আর এসবই হচ্ছে আবহাওয়া এবং পরিবেশের পরিবর্তনের ফলাফল৷ এর সঙ্গে রয়েছে সুনামি এবং ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ৷
এশিয়ার দুটি দেশে সুনামি ধ্বংসযজ্ঞের যে স্বাক্ষর রেখে গেছে তা পৃথিবীর অন্য কোথাও দেখা যায়নি৷ দেশ দুটি জাপান এবং ইন্দোনেশিয়া৷ অনেক ইন্দোনেশিয় মনে করেন এগুলো খোদার প্রতিহিংসা৷ অন্যায় কাজ করার ফলে সৃষ্টিকর্তা অসন্তুষ্ট হয়েছেন৷ আবার অনেকে মনে করেন, এটা হচ্ছে মানুষের ধৈর্যেরই পরীক্ষা৷
সম্প্রতি বেশ কিছু ইমাম কোরানের আয়াত ব্যবহার করছেন পরিবেশ ও প্রকৃতিকে বাঁচাতে৷ কোরান থেকে বেশ কিছু উদ্ধৃতি তারা সরাসরি তুলে ধরছেন যেমন ‘তোমরা পৃথিবীকে ধ্বংস কোরো না৷' কোরান শরিফের কোন কোন জায়গায় মানুষের জীবনকে একটি গাছের জীবনের সঙ্গে তুলনা করা হয়েছে৷ বলা হয়েছে,‘নারী, বৃদ্ধ-বৃদ্ধা, শিশু, বেসামরিক মানুষ এবং গাছ – এদের হত্যা কোরো না৷'
হামবুর্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা মনিকা আর্নেজ গ্রিন ইসলম সম্পর্কে বললেন,‘‘গ্রিন ইসলামের ব্যাখ্যা বিভিন্নভাবে হতে পারে৷ পরিবেশ ও প্রকৃতি বাঁচানোর কথা ইসলাম ধর্মেও বলা আছে৷ এর অর্থ হতে পারে মুসলমানরা পরিবেশের সঙ্গে একাত্ম হয়ে বসবাস করতে পারে এবং পরিবেশকে বাঁচানোর জন্য কোরান শরীফের আশ্রয় নেয়া যেতে পারে৷''
উনবিংশ শতাব্দী থেকেই ইন্দোনেশিয়ার বিভিন্ন স্কুলে পরিবেশ রক্ষা করার বিষয়ে ছাত্র-ছাত্রীদের পড়ানো হয়৷ তখন কেউ-ই সবুজ পৃথিবী, উত্তরমেরুর বরফ গলে যাওয়া, বন্যা এবং ক্ষরা নিয়ে মাথা ঘামাতো না৷
0 comments:
Post a Comment