TOP NEWS

Wednesday, June 22, 2011

বাংলা অনুবাদ করবে গুগল ট্রান্সলেট





বিশ্বের প্রধান ভাষাগুলির একটি থেকে আরেকটিতে অনুবাদের জন্য গুগলের ট্রান্সলেট চালু রয়েছে বহুদিন ধরেই। ইরেজি, ফরাসি, জার্মান, স্প্যানিক এই ভাষাগুলির একটির লেখা অন্যটিতে অনুবাদ করে পড়ার সুযোগ রয়েছে। এরসাথে বাংলা যোগ করা হয়েছে। আপনি বাংলায় কিছু লিখে তাকে ইংরেজিতে বা অন্য কোন ভাষায় অনুবাদ করতে পারেন কিংবা অন্য ভাষার লেখাকে বাংলায় অনুবাদ করতে পারেন এর সাহায্যে।
কিভাবে বাংলা থেকে ইংরেজি অনুবাদ করবেন;
. গুগলের ট্রান্সলেট সাইটে যান translate.google.com
. Detect Language বাটনে ক্লিক করুন এবং Bengali সিলেক্ট করুন।
. বাংলা টাইপ করুন অথবা অন্য কোথাও টাইপ করা থাকলে কপি করে পেষ্ট করুন
. ট্রান্সলেট বাটনে ক্লিক করুন।
. ইংরেজিতে শোনার জন্য Listen বাটনে ক্লিক করুন।
এই সেবা আলফা পর্যায়ের কাজেই একেবারে নিখুত ইংরেজি পাবেন সেটা ধরে নেবেন না। বরং ভুলের পরিমান বেশিই। বাংলায় লেখাকে ইংরেজিতে lekha হিসেবে পেতে পারেন যার অর্থ ইংরেজি জানা কারো বোঝার কথা না। তারপরও এটা সামনের দিকে বড় পদক্ষেপ। আগামীতে হয়ত অন্যান্য ভাষার মত অন্য ভাষার ওয়েব সাইট বাংলায় পড়া যাবে কিংবা বাংলা ওয়েবসাইট অন্যেরা পড়ার সুযোগ পাবেন।

0 comments: