কম্পিউটার আগাম বার্তা দিয়ে দিচ্ছে বিপ্লবের
বিশ্বের আসন্ন ভবিষ্যত কোন দিকে যাবে? কোন দেশে বিপ্লব মাথাচাড়া দেবে, কিংবা কোথায় দেবে না৷ কোথায় বিপ্লব সফল হবে, কোথায়ই বা ব্যর্থ? এইসব তথ্য এবার থেকে বোধহয় জানিয়ে দেবে আগাম সুপার কম্পিউটার৷ এই মন্তব্যের কারণ আছে৷ সুপার কম্পিউটার সাম্প্রতিক অতীতে সেই সম্ভাবনা দেখিয়েছে৷ এবং তা বেশ সফল৷
‘জার্নাল ফার্স্ট মানডে' নামের এক বিজ্ঞান পত্রিকায় ইলিনয়েস বিশ্ববিদ্যালয়ের কালেভ লেটারু নামের এক বৈজ্ঞানিক এই সব বিষয়গুলি নিয়ে তাঁর লেখা প্রকাশ করেছেন৷ যাতে বলা হয়েছে, সুপার কম্পিউটারের ডেটাব্যাঙ্কে পত্রপত্রিকা আর মিডিয়াতে প্রকাশিত আর দেখানো সংবাদ নির্ভর খবরাখবর, প্রবন্ধ দেওয়া হয়েছিল৷ অবশ্যই একটা দুটো নয়৷ কয়েক মিলিয়ন৷ সেসব পর্যালোচনা করে সেই কম্পিউটার আগাম জানিয়ে দিয়েছিল, কী হতে চলেছে লিবিয়ায়, মিশরে৷ এমনকি আল কায়েদা সুপ্রিমো ওসামা বিন লাদেন কোথায় আত্মগোপন করে রয়েছে, তার প্রাথমিক সূত্রও জানিয়ে দিয়েছিল এই সুপার কম্পিউটার৷
তার মানে হল, ঠিকঠাক তথ্য এবং প্রয়োজনীয় বিষয় সরবরাহ করলে এই সুপার কম্পিউটারের অসাধ্য কাজ নেই৷
কীভাবে এ কাজ করছে সুপার কম্পিউটার? লেটারু জানিয়েছেন, লিবিয়া আর মিশরের বিপ্লবের বিষয়ে তিনি মোট ১০০ মিলিয়ন লেখাপত্রের সন্ধান দিয়েছিলেন সুপার কম্পিউটারকে৷ সেই ১০০ মিলিয়ন লেখাপত্রের মধ্যে সাম্প্রতিক লেখাপত্র, অনলাইনে বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত আর্টিকেল, এসব তো ছিলই, আরও ছিল নিউ ইয়র্ক টাইমস - এ প্রকাশিত সেই ১৯৪৫ সাল থেকে জমে ওঠা অসংখ্য তথ্য৷ এছাড়া বিবিসি-র মনিটরিং -এর যাবতীয় তথ্য এই তথ্যভান্ডারে জমা করতে অনুমতি দেয় বিবিসি৷ যার ফলে, এই বিপুল তথ্য থেকে সহজেই বের হয়ে আসে সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী৷
মিশর, লিবিয়ার মত বিশ্বের যেকোন প্রান্তের রাজনৈতিক পালাবদলের ছবি এবার থেকে কী আগেই জানা যাবে?
কিন্তু এখানেই ঘটনার শেষ হচ্ছে না৷ সুপার কম্পিউটার এরপর যেটা করতে পারবে, ঘটনা গড়াচ্ছে এখন সেইদিকে৷ বলা হচ্ছে, বিশ্বের যেকোন প্রান্তের ঘটমান বর্তমান এবং ঘটে যাওয়া অতীতের যাবতীয় তথ্য ঠিকঠাক দিতে পারলে, আগামীতে সুপার কম্পিউটার বলে দেবে, কী হতে চলেছে সেখানে ভবিষ্যতে৷ কিংবা অদূর ভবিষ্যতে৷ যার আরেকটা অর্থ, এবার থেকে রাজনৈতিক পটপরিবর্তনের আগাম একটা ধারণা মিলে যাবে, তাও আবার কম্পিউটার থেকেই৷
কীভাবে কাজ করে এই সুপার কম্পিউটার? বিষয়টা বেশ জটিল হলেও খানিকটা ধারণা দেওয়ার জন্য কিছু তথ্য জানাচ্ছেন গবেষকরা৷ বলছেন, ১০২৪ ইনটেল পাওয়ারে সমৃদ্ধ এই মেশিনের ক্ষমতা বিশাল৷ প্রতি সেকেন্ডে ৮.২ টেরাফ্লপ ডেটা প্রসেস করতে সক্ষম এই সুপার কম্পিউটার৷ ধরা যাক, মিশরের ঘটনাই৷ গবেষকদলের ব্যাখ্যা, মুবারকের পতনের সম্ভাবনার কথা আগাম বলে দিয়েছিল এই সুপার কম্পিউটার৷ তার জন্য মধ্যপ্রাচ্যের যাবতীয় রাজনৈতিক সমীকরণ তাকে জানাতে হয়েছিল৷ মুবারকের দীর্ঘ শাসনকালের মধ্যে মিশর সহ মধ্যপ্রাচ্যের সমস্ত যুদ্ধবিগ্রহ, ভোটাভুটির ফলাফল, এসবও তার প্রযোজন হয়েছিল৷ তারপরেই সে বের করে ফেলেছিল একটা সমীকরণ৷
বিষয়টা শুনতে বেশ মনোহারী৷ কিন্তু, সেইসঙ্গে এটাও মনে রাখা ভালো, কল্পবিজ্ঞানের গল্পে যা বলা হয়, যে যন্ত্রের নিয়ন্ত্রণে চলে যাবে মানুষ একদিন, এই যন্ত্রের বুদ্ধিমত্তা কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছে৷
0 comments:
Post a Comment