QuickMark for PC ব্যবহার করে QR Code তৈরী এবং স্ক্যান করুন!!!
কয়েকদিন আগে অনলাইনে QR Code তৈরী করা সংক্রান্ত একটা লেখা দিয়েছিলাম। তখন অনেকেই মেইল করে QR Code তৈরী এবং স্ক্যান করার সফটওয়্যারের ব্যাপারে জানতে চেয়েছিলেন। তাদের কথা মাথায় রেখে আজকের এই লেখা। QR Code তৈরী এবং স্ক্যান করার জন্য খুবই কাজের একটি সফটওয়্যার QuickMark for PC। এই সফটওয়্যার ব্যবহার করে আপনি টেলিফোন নাম্বার, ওয়েব এড্রেস, এসএমএস, ইমেইল, ভিজিটং কার্ড সহ অন্যান্য তথ্যের QR Code তৈরী করতে পারবেন।
এবং তা jpg, png, gif এবং bmp ফরম্যাটে সেভ করতে পারবেন। আর QR Code রিডার হিসেবে এই সফটওয়্যারকে আপনি তিনভাবে ব্যবহার করতে পারবেন। আপনার পিসি/ল্যাপটপে যদি ওয়েবক্যাম থাকে তাহলে সরাসরি ওয়েব ক্যামের সাহায্যে যেকোন প্রিন্ট করা QR Code স্ক্যান করতে পারবেন। এছাড়া যে কোন ওয়েবসাইটে প্রদর্শিত অথবা আপনার কম্পিউটারে ইমেজ হিসেবে সংরক্ষিত QR Code এর উপর QuickMark সফটওয়্যারটি রেখে Q বাটনে প্রেস করলেই সেই QR Code এর তথ্য পড়তে পারবেন। QR Code এর ইমেজটি যদি QuickMark সফটওয়্যারের উইন্ডোর চাইতে বড় হয় তাহলে সেই ইমেজটি ড্র্যাগ করে QuickMark এর উইন্ডোতে ছেড়ে দিলে ও কাজ হবে। QuickMark for PC সফটওয়্যারটি বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন এই লিংক থেকে। তবে এর একটি এডভান্সড ভার্শন ও আছে যা কিনতে হবে। এডভান্সড ভার্শন ব্যবহার করে QR Code ছাড়া অন্যান্য বারকোড ও স্ক্যান করা যায়।
0 comments:
Post a Comment