TOP NEWS

Wednesday, September 28, 2011

কোলকাতাতেও বসানো হচ্ছে লন্ডনের মতো গোয়েন্দা ক্যামেরা


কলকাতায় গোয়েন্দা ক্যামেরা বা ইন্টেলিজেন্স সার্ভিস সিস্টেম বসানো হচ্ছে। নিরাপত্তা জোরদারের উদ্যোগের অংশ হিসেবেই পুলিশ একাজ করছে। শহরের ১১০টি স্থানে ইন্টারনেট প্রটোকল ক্যামেরা বসানো হবে। এর মাধ্যমে পুলিশ নজরদারি করতে পারবে পুরো শহর।

কলকাতা পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আমরা আরো শক্তিশালী হওয়ার চেষ্টা করছি। এতে করে বিপদের দ্রুত মোকাবেলা করা সম্ভব হবে। লন্ডনে এই ব্যবস্থা চালু আছে। এ কারণেই পাতাল রেলে হামলাকারীদের ধরে ফেলা সম্ভব হয়েছে।

রাস্তায় যদি কেউ কিছু ফেলে যায় তাহলে সে ধরা পড়ে যাবে এই ব্যবস্থায়। আবার সন্দেহজনক কোনো গাড়ির নম্বর ধরেও ফলো করা যাবে। ফলে সব দিক থেকেই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে বলে পুলিশ মনে করছে।

0 comments: