আমাদের কলকাতা পুলিশ চালু করছে ডিজিটাল রেডিও ট্র্যাকিং ব্যবস্থা
কলকাতা পুলিশ চালু করতে যাচ্ছে আধুনিক ‘ডিজিটাল রেডিও ট্র্যাকিং’ ব্যবস্থা। এখন থেকে তারা আর অ্যানালগ পদ্ধতির বেতার যন্ত্র ব্যবহার করবে না। এই বেতার যন্ত্রে কোনো বার্তা এলে আশপাশের মানুষ তা শুনে ফেলে। কিন্তু ডিজিটাল যন্ত্রে সে সুযোগ নেই। ৫০ বছর ধরে কলকাতা পুলিশ ওই অ্যানালগ পদ্ধতির বেতার যন্ত্র ব্যবহার করে আসছে। ডিজিটাল ব্যবস্থায় গ্রুপ পদ্ধতিতেও খবরাখবর পাঠাতে পারবে পুলিশ। এ পদ্ধতিতে লালবাজারের পুলিশ সদর দফতর থেকে কোনো বার্তা একই সঙ্গে কলকাতার ৪৮টি থানায় পাঠানো যাবে।
0 comments:
Post a Comment