TOP NEWS

Showing posts with label Google Glass. Show all posts

Saturday, April 13, 2013

গুগল চশমার আবিষ্কারক লিউনার্দো দা ভিঞ্চি?


গুগলের আবিস্কৃত গুগল চশমার আবিষ্কারক ভিঞ্চি কিনা সেটা নিয়ে অনেক গবেষণা চলছে।
১৫ শতকের রেনেসাঁর লিউনার্দো দা ভিঞ্চি, যাকে শত শত আধুনিক ডিভাইস উদ্ভাবনের কৃতিত্ব দিতে হয়। বন্দুক থেকে হেলিকপ্টার সব কিছুই তাঁর নকশা অনুযায়ী করা।
ডক্টর বার্ট ওয়াইল্ড বলেন তাঁর রেখে যাওয়া ছক  এবং নোটের মধ্যে গবেষকদের জন্য গুপ্তধন লুকিয়ে রয়েছে । ইলিনয় বিশ্ববিদ্যালয়ের গবেষক বলেন- গুগল গ্লাসের মত অনেক কিছুর  মূল নকশা  তৈরি করতে লিউনার্দো দা ভিঞ্চির আবিষ্কারের ভূমিকার রয়েছে।

“অঙ্কনটি অপূর্ণাঙ্গ, কিন্তু টেক্সট এবং স্বারকলিপি সন্দেহাতীত,” একটি ফোন সাক্ষাত্কারে বলেন ডক্টর ওয়াইল্ড।

ভিঞ্চির আঁকা ছবিতে (নিচে দেখুন) একজন মানুষের মাথা আঁকা, এবং তার চারপাশে তুলনামূলকভাবে পাতলা এবং কানের পিছনে থেকে শুরু হয়ে পুরু মুখের চারপাশ ঘুরে অন্য কানকে আবৃত করেছে। নকশা অনুযায়ী এটি নাকের দুই হাড়ের অংশকে ভিত্তি করে অবস্থান করে আছে এমন। আর চোখের একপাশে বক্সের মত যেটা দেখতে চশমার মত দেখায়।

এই লেন্সের আর ও একটি ছবি আঁকেন ভিঞ্চি। তবে সেটি বুঝা কঠিন যা অন্য বিষয় বলে মনে হয়। -এভাবে ব্যক্ত করেন ওয়াইল্ড।

ভিঞ্চির আঁকা নকশা-



২৯ বছর বয়সী নিউক্লিয়ার পদার্থবিদ দা ভিঞ্চি ছোট ছোট লোম কোপ নিয়ে কাজ করার জন্য লেন্স আবিষ্কার করেছিলেন, গুগল চশমার ধারণা তাঁর ছিলনা।
কিন্তু একবিংশ শতাব্দীতে এসে দেখা গেল গুগলের তৈরি গুগল চশমা তাঁর নকশার সাথে সামঞ্জস্যপূর্ণ!

নিচের ছবিতে দেখুন গুগল গ্লাস-



নিচে সম্পুর্ন চিত্র দেখুন-



এই বিষয়ে গুগল অবশ্য কোন মন্তব্য করেননি! তবে যায় হোক না এটার মাষ্টার প্ল্যান এর কৃতিত্ব দা ভিঞ্চিকেই দিতে হবে। কারন যখন নকশাটা করেন দা ভিঞ্চি তখন গুগলের কো-ফাউন্ডার এবং গুগল চশমার প্রস্তাবক প্রধান সার্জে ব্রিনের ও জন্ম হয়নি।
12:15 PM Posted by Just for you 0