রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম রামাদান আসার পূর্বেই সাহাবাদের রামাদান সম্পর্কে উদ্বুদ্ধ করতেন, তাদেরকে জানাতেন রামাদানের কি কি ফজিলত, এতে বেশি বেশি কোন কাজগুলো করতে হবে ইত্যাদি। সুতরাং আমাদেরও পরস্পরকে রামাদান সম্পর্কিত গুরুত্বপূর্ণ উপদেশের মাধ্যমে রামাদানকে স্বাগত জানানো। কিন্তু এজন্য আমাদের জানা প্রয়োজন কিভাবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম রামাদানকে স্বাগত জানাতেন। এ বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন শায়খুল হাদীস মুফতি জসীম উদ্দীন রাহমানী এই বক্তব্যে।