TOP NEWS

Showing posts with label Rohingi Muslim Videos. Show all posts

Tuesday, June 19, 2012

রোহিঙ্গা মুসলিমদের উপর নির্মিত কিছু ভিডিও

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী মুসলমানদের উপর লোমহর্ষক হত্যাযজ্ঞের খন্ডচিত্র

এ পর্যন্ত জালেম বৌদ্ধরা আরাকানে প্রায় ৬০০০ মুসলমান নারী-পুরুষ ও শিশুদেরকে হত্যা করেছে বলে স্থানীয় সুত্র নিশ্চিত করেছে। 
অসংখ্য মুসলমান নারীদেরকে তারা ধর্ষণ করে হত্যা করেছে ও পরবর্তীতে লাশ গুম করেছে।
তারা তাবলীগ জামায়াতের ১০ জন সাথীকে জবাই করার মাধ্যমে এই হত্যাযজ্ঞ শুরু করে। এ পর্যন্ত তারা ৩০ টির উপর মসজিদ এবং অনেক মাদ্রাসা জ্বালিয়ে দিয়েছে এবং ইমামদেরকে জবাই করেছে। 
আগুন দিয়ে তারা মুসলমানদের গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে। আগুন নিভানোর নাম করে তারা পানির বদলে তেল ঢালছে। কোন মুসলমান আগুন নিভাতে বেরিয়ে আসলে তাকে গুলি করে হত্যা করছে। 
বাড়ী-ঘর থেকে বিতাড়িত মুসলমানরা যখন প্রাণ নিয়ে ট্রলারে করে বাংলাদেশে আশ্রয় নিতে আসছিলো, তখন এদেশের জালেম সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে জোর করে ফিরিয়ে দেয় এবং কয়েক শত অসহায়-অভুক্ত মুসলমানসহ ৩ টি ট্রলারকে বৌদ্ধ নাসাকা বাহিনী তাদেরকে সাগরে ডুবিয়ে দেয়! ২ টি ট্রলার আশ্রয়ের সন্ধানে ভেসে চলতে থাকে অজানার উদ্দেশ্যে। এছাড়াও বর্তমানে ২০ টি ট্রলার শত শত মুসলমানদেরকে নিয়ে সাগরে ভেসে বেড়াচ্ছে আশ্রয়ের সন্ধানে। ঐ ট্রলারগুলোতে খাবার-পানীয়ের অভাবে ইতোমধ্যে অনেকে মারা গেছে। 
এছাড়াও কৌশল হিসেবে তারা মুসলমানদের মৃতদেহকে মাথা ন্যাড়া করে ও বৌদ্ধদের পোশাক পরিয়ে বৌদ্ধরা মারা গিয়েছে বলে অপপ্রচার করেছে।
সেখানকার অসহায় নর-নারীরা এই বলে কান্নাকাটি করছে যে, ‘পুরো বাংলাদেশে আমাদেরকে সাহায্য করার মতো কোন মুসলমান কি নেই’? এ যেন সেই আহবান যার কথা আল্লাহ তায়ালা বলেনঃ “তোমাদের কি হল যে, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছ না অসহায়-দুর্বল সেই পুরুষ, নারী ও শিশুদের পক্ষে যারা বলে, হে আমাদের পালনকর্তা! আমাদিগকে এই জনপদ থেকে নিষ্কৃতি দান কর; এখানকার অধিবাসীরা যে, অত্যাচারী! আর তোমার পক্ষ থেকে আমাদের জন্য ওলী (বন্ধু) নির্ধারণ করে দাও এবং তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী নির্ধারণ করে দাও”। [সুরা নিসাঃ ৭৫]

























12:06 PM Posted by Just for you 0